রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি পৌরসভায় আবারো বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র লিয়াকত আলী তালুকদার। তিনি শহর আওয়ামী লীগের সভাপতি।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণের পর সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এ পৌরসভায় এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।
আওয়ামী লীগের প্রার্থী লিয়াকত আলী তালুকদার পেয়েছেন ১৭ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন রানা পেয়েছেন ৫৯৪ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. হাবিবুর রহমান পেয়েছেন ৪১৫ ভোট।
ঘোষিত ফলাফল অনুযায়ী কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন- ১ নম্বর ওয়ার্ডে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করীম জাকির, ২ নম্বর ওয়ার্ডে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, ৩ নম্বর ওয়ার্ডে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আল আমিন, ৪ নম্বর ওয়ার্ডে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ, ৫ নম্বর ওয়ার্ডে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল কুদ্দুস হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবীর খান, ৮ নম্বর ওয়ার্ডে জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ৯ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবীর সাগর।
এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে তাছলিমা বেগম, ৪, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে মালা বেগম, ৫, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন। এদিকে ঝালকাঠির ৩১টি ইউনিয়নের ৩০টিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
Leave a Reply