সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকায় সুগন্ধা নদীর আকস্মিক ভাঙনে বিলীন হয়ে গেছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ও ফেরির গ্যাংওয়ে। এতে নলছিটির সঙ্গে ঝালকাঠির গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে বিকট শব্দে ফেরির গ্যাংওয়ে ভেঙে পড়ে নদীতে। মুহূর্তের মধ্যে নদীতে বিলীন হয়ে যায় ফেরিঘাটের চারটি ব্যবসা প্রতিষ্ঠান ও ট্রলার শ্রমিকদের একটি অফিস কক্ষ। এলাকার লোকজন এসে নদী থেকে ব্যবসা প্রতিষ্ঠানের কিছু মালামাল উদ্ধার করতে পারলেও বেশিরভাগ নদীতে তলিয়ে গেছে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে নদী ভাঙনের শিকার ব্যবসায়ীরা জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, গত দুই বছর ধরে সুগন্ধা নদীর ভাঙনে বিলীন হচ্ছে ষাইটপাকিয়া ফেরিঘাট, বহরমপুর ও কাঠিপাড়া গ্রাম। এ বিষয় একাধিকবার সংশ্লিষ্টদের অবগত করা হলেও নদী ভাঙন রোধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ ব্যাপারে ষাইটপাকিয়া ফেরি বিভাগের সুপারভাইজার মো. মোশারফ হোসেন জানান, ভাঙনের পরই আমরা জেলা ফেরি বিভাগের মাধ্যমে ক্রেন খবর দিয়েছি। আগামীকালের মধ্যে নতুন করে গ্যাংওয়ে স্থাপন করার পর ফেরি চলাচল করতে পারবে বলে জানান।
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান, বিষয়টি সড়ক ও জনপদের ফেরি বিভাগে জানানো হয়েছে। দ্রুত ক্রেন পাঠিয়ে নতুন গ্যাংওয়ে তৈরির কাজ শুরু করা হবে।
Leave a Reply