শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে ২৭’শ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হচ্ছেন ঝালকাঠি জেলা শহরের মো. মামুন হাওলাদার (৩৪) এবং মো. রুবেল হাওলাদার (৩৫)।
ঘটনাস্থল সংশি¬ষ্ট বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. ফয়সাল আহম্মেদ জানান, দুই যুবক একটি মোটরসাইকেযোগে লাহারহাট থেকে ঝালকাঠির উদ্দেশে যাচ্ছিলেন।
পথিমধ্যে দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে তাদের শরীরে তল্লাশী করে ২৭০০ পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পরবর্তী শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।’
Leave a Reply