শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠিতে অগ্নিকান্ডে এক শিক্ষকের বসতঘর মালামালসহ পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। শুক্রবার দুপুরে সদর উপজেলার বৈদারাপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা বিদ্যুতিক সর্টসার্কিকের মাধ্যমে আগুন লেগার কথা জানালেও ক্ষতিগ্রস্ত পরিবারটি দাবি করছেন, ঘরে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে বসতঘরটি পুড়িয়ে দিয়েছে। চামটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা খানম রুনু জানান, শুক্রবার তাঁর স্বামী আবদুল কাদের সিকদার জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যান।
তিনি ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় ছিলেন। দুপুর দেড়টার দিকে ঘরের ভেতরে আগুন দেখেতে পেয়ে স্থানীয়রা তাদের খবর দেন। ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ ঘরটি পুড়ে যায়। ফাতেমা খানম রুনু অভিযোগ করে জানান, ঘরের ভেতরে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে ঘরটি পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
Leave a Reply