সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে নতুন করে আরো ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৬ জনে। ঝালকাঠি জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলায় এ পর্যন্ত আক্রান্ত ১৬৬ জনের মধ্যে রয়েছেন ঝালকাঠি সদরে ৫৫ জন, নলছিটি উপজেলায় ৪৯ জন, রাজাপুর উপজেলায় ৪১ জন এবং কাঠালিয়া উপজেলায় ২১ জন। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) জানান, আক্রান্তদের মধ্যে হোমকোয়ারেন্টাইনে থাকা অবস্থায় সুস্থ হয়েছেন ৫৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭ জন।
জেলায় এ পর্যন্ত ১৫৩০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এর মধ্যে ১২৮৮ জনের রিপোর্ট এসেছে। ২৪২ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। এদের মধ্যে ১৬৬ জনের রিপোর্ট পজেটিভ ও ১১২২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । এ ছাড়া জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫ জন।
Leave a Reply