বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠি পৌরসভায় ৩নং ওয়ার্ডে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হচ্ছে কৃষ্ণকাঠি এলাকার হাসেম আলী হাওলাদারের স্ত্রী মাকসুদা বেগম (৬৫), তাদের ছেলে মাসুদ হাওলাদার (৪০) ও তার ছেলে জাহিদ (১২)।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্র জানায়, গত শনিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় জাহিদ তার বন্ধু আলবির, সিয়াম, জিহাদ, ফাহিম ও রিয়াদের সাথে বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে বসে চালতা খায়।
এ সময় ঐ এলাকার বাসিন্ধা মনির হাওলাদারের ছেলে শান্ত তাদের তাদের লক্ষ করে ইট-পাটকেল মারে। এতে জাহিদ ও তার বন্ধুরা আহত হয়। এ ঘটনায় শান্তর সাথে কথার কাটাকাটি ও মারপিট হয়। শান্ত ঘটনা স্থল ত্যাগ করে তার বাবা মনিক ও কাকা মানিক এবং কাকি লিলি বেগমের কাছে গিয়ে জহিদের বিরুদ্ধে অভিযোগ করে ।
এ কথা শুনে তারা জাহিদকে ধরে এনে বাড়ির উঠানে একটি গাছের সাথে হাত পা বেঁধে অমানবিকভাবে লাঠি সোটা দিয়ে পেটায়। এ ঘটনা শুনে জাহিদের বাবা মাসুদ হাওলাদার ঘটনা স্থলে ছুটে গিয়ে তাদের কাছে মার পিটের কারন জানতে চায়। এ সময় তারা মাসুদের উপর চড়াও হয়ে এলো পাথারি তাকেও পিটানো শুরু করে।
ছেলে ও নাতির ডাকচিৎকার শুনে বৃদ্ধা মা মাকসুদা বেগম ঘটনা স্থল তাদের উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় ঝালকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে সোমবার (২৪ ডিসেম্বর) বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে।
বর্তমানে মাসুদ হাওলাদার হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় ঝালকাঠী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় জাহিদ হাওলাদার।
Leave a Reply