রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠিতে তীব্র গরমে ডায়রিয়ার রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত তিনদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন সদর হাসপাতালসহ জেলার অন্য তিনটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শতাধিক রোগী ভর্তি হয়েছে। হাসপাতালে বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ভর্তি রোগীরা।
চিকিৎসকরা জানিয়েছেন, ঝালকাঠি সদর হাসপাতালে ডায়ারিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩২০ জন রোগী। এছাড়া নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়ায় দুই শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। বেড না পেয়ে একশ শয্যার এ হাসপাতালটিতে আজ রোববার মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অসংখ্য ভর্তি হওয়া রোগীকে। আর বাড়তি রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবায় নিয়জিত চিকিৎসক ও নার্সদের।
এদিকে ডায়রিয়া বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে আইভি স্যালাইন সংকট দেখা দিয়েছে। ভর্তি রোগীদের বাইরের ফার্মেসি থেকে স্যালাইন কিনে আনতে হচ্ছে বলে রোগীর স্বজনরা অভিযোগ করেছেন।ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রোগী উত্তম দাস বলেন, দুইদিন ধরে ডায়ারিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে মাত্র একটি স্যালাইন দিয়েছে। আর সকল ঔষধ বাহির থেকে কিনতে হচ্ছে।
ঝালকাঠি সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডাক্তার মো. মেহেদী হাসান জানান, হাসপাতালে আইভি স্যালাইন সংকট নেই। রোগীর চাপ বেশি থাকায় একটি করে স্যালাইন দেয় হচ্ছে।তিনি ডায়ারিয়া এড়াতে পরমর্শে বলেন, তীব্র রোদে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার ও গরমে ফুটপাতের পঁচাবাসি খাবার থেকে দূরে থাকার পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার ও বেশি করে পানি খেতে হবে।
Leave a Reply