রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে জমিজমার বিরোধে দুই নারীসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- উপজেলার বড় কৈবর্তখালী এলাকার মৃত ইনসাফ আল ফরাজীর ছেলে মো. নুরুল হক ফরাজী (৫৩), মো. নুরল হোসেন ফরাজীর স্ত্রী মোসাঃ রহিমা বেগম (৪৫), আব্দুর রহমানের স্ত্রী সালেহা বেগম (৪৫), পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার ছোট কৈখালীর মৃত শামসের উদ্দিনের তিন ছেলে মো. মোজ্জামেল চাপরাসি (৭৩), মো. তোফাজ্জেল চাপরাসি (৬৮), মো. মোশারফ চাপরাসি (৬১)।
জানা গেছে, জমিজমা নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধীয় জমিতে বুধবার বিকালে নুরুল হক ফরাজী ধান রোপণ করতে গেলে মোজ্জামেল চাপরাসিরা বাধা দেয়ায় তাদের মধ্যে মারমারি হয়। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ ৬ জন আহত হয়। স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply