সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে ছয় মাসের শিশুসহ একই পরিবারের তিনজনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। এদের মধ্যে স্বামী-স্ত্রী ও ছয় মাসের শিশু রয়েছে। তিনজনই গ্রামের বাড়িতে একজন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় একটি গ্রামকে লকডাউন করেছে জেলা প্রশাসন। এদিকে আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। শহরকে অঘোষিত লকডাউন করে রেখেছে পুলিশ। যানবাহন যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, ঝালকাঠি শহরের পার্শ্ববর্তী একটি গ্রামে শিশুসহ একই পরিবারের তিনজন গত ৭ এপ্রিল ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। করোনা উপসর্গ থাকায় ৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় স্বাস্থ্য বিভাগ। শনিবার বিকেলে স্বাস্থ্য বিভাগের কাছে ২৯ জনের নমুনা সংগ্রহের রিপোর্ট আসে। এতে তিনজনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া যায়।
ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী জানান, করোনা পজেটিভ হওয়ায় ওই পরিবারসহ পুরো গ্রামকে লকডাউন করা হয়েছে। চিকিৎসকের পরামর্শে বাড়িতে বসেই তারা চিকিৎসা নিবেন। শারীরিক কোনো সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হবে।
Leave a Reply