শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক// ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার দায়ের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডিত আসামী আনসার মাঝি (৫৫) আদালতে উপস্থিত ছিলেন।মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ নভেম্বর বেলা ১২ টার দিকে সদর উপজেলার বারুহার গ্রামে এক গৃহবধূ বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যায়। আনসার মাঝি তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে আনসার মাঝি পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফারুক হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৬ সালের ২ মার্চ আদালত আপরাধ আমলে নিয়ে বিচার শুরু করেন। সাজাপ্রাপ্ত আনসার মাঝি সরদর উপজেলার বারুহার গ্রামের মৃত সোহরাব মাঝির ছেলে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল এবং আসামীর পক্ষে মো. বনি আমিন বাকলাই।
Leave a Reply