রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি শহরে একটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ মে) দুপুরে স্থানীয় হোগলাপট্টি এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। এসময় তাহমিনা কোচিং সেন্টারটি বন্ধ করে সিলগালা করে দেয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম।
ভবিষ্যতে কোচিং সেন্টার পরিচালনা করবেন না বলে এর পরিচালক শিক্ষক দম্পতি নুরুল ইসলাম ও তাহমিনা বেগম মুচলেকা দেন।
ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম জানান- সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিল শিক্ষক দম্পতি। তাঁরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়াতেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।
এসময় শিক্ষার্থীদের পড়ানো অবস্থায় দুই শিক্ষককে পাওয়া যায়। তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।
Leave a Reply