সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ত্রাণের চাল চুরি নিয়ে প্রধানমন্ত্রীর কঠোর সতর্কবার্তা থাকলেও থেমে নেই অপকর্ম। রবিবার রাতে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে একজন মেম্বারের বাড়ি থেকে জব্দ করা হয়েছে আড়াই টন চাল। অভিযান টের পেয়ে পালিয়ে গেছেন অভিযুক্ত ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও জেলা মেম্বারস ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান মনির।
জেলা প্রশাসক জোহর আলী বলেন, ‘জব্দ করা সরকারি চাল ছিল অন্য প্যাকেটে ভরা। চালগুলো জিম্মায় রাখার ব্যবস্থা করা হচ্ছে। মেম্বারের মা জানিয়েছেন কয়েকদিন আগে মনির চাল রেখে যায় এবং জানায় চালগুলো সে নিজের টাকায় কিনেছে। বিষয়টি যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
সূত্রে জানা যায়, রবিবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও জেলা মেম্বারস ফোরামের সভাপতি মনিরুজ্জামান মনিরের বাড়িতে। সেখানে জব্দ করা হয় মজুদকরা ত্রাণের আড়াই টন চাল। তার আগেই অভিযান টের পেয়ে পালিয়ে যান মনির। চালগুলো করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দ করা হয়েছিল। রাতে সরকারি বস্তা থেকে চাল বের করে অন্য বস্তায় ভরা হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জেলা প্রশাসনকে জানালে এ অভিযান চালানো হয়।
Leave a Reply