সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে আবারও বেড়েছে পেঁয়াজের মূল্য। মাত্র এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির কেজিপ্রতি মূল্য বেড়েছে ২০ টাকা। এখন প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
এর আগে গত সপ্তাহে প্রতিকেজি দেশি পেঁয়াজ ১০০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৯৫ টাকায় বিক্রি হয়েছে। তাই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারের কাছে কেজি প্রতি ৩৫ টাকা দরে পেঁয়াজ কিনতে ভিড় জমাচ্ছে।
টিসিবির ডিলার মো. জালাল আহমেদ বলেছেন, এক সপ্তাহের ব্যবধানে আমদানি করা প্রতিকেজি পেঁয়াজের মূল্য বেড়েছে ২০ টাকা। আর দেশি পেঁয়াজে বেড়েছে ১০ টাকা। পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পেঁয়াজ নিয়ে আসতে জনসাধারণ হুমড়ি খেয়ে পড়ে পেঁয়াজ কিনতে।
Leave a Reply