মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ করোনাভাইরাস সংক্রমণ মেকাবেলায় ঝালকাঠিতে আনসার ও ভিডিপির স্বেচ্ছ ৩০০ সদস্যকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বুধবার সকালে জেলা কমান্ড্যান্টের কার্যালয় চত্বরে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল, একটি সাবান ও একটি মস্ক তুলে দেওয়া হয়।
জেলার চারটি উপজেলায় ৩০০ জন করে মোট ১২০০ সদস্যকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত।
Leave a Reply