মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় অতিজোয়ারে তলিয়ে যাচ্ছে ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে ও অ্যাপ্রোচ। ফেরিঘাট পানিতে তলিয়ে থাকায় কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এসময় চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা।
সকাল থেকে ইলিশা নদী পাড়ে হাজারো যাত্রীর ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের।
বেশিরভাগ যাত্রীরা হচ্ছেন ঢাকা ও চট্টগ্রামগামী। করোনাভাইরাসের মধ্যেও মধ্যে ঈদ উদযাপনে তারা বাড়ি আসেন। ঈদ শেষে ফের কর্মস্থলে ফিরতে শুরু করেছে এ সব মানুষ।
এ দিকে ইলিশা ফেরিঘাটে পাশপাশি দুটি ঘাট স্থাপন হলেও গত ৬ মাসে চালু হয়নি হাইলেভেল ওয়াটার ঘাট। ফলে লো-লেভেল ঘাটেই চলছে ফেরি।
এবার ঘূর্ণিঝড়ের প্রভাব, অমাবস্যা ও পূর্ণিমার কারণে অতি জোয়ারের চাপে লো-লেভেল ঘাট তলিয়ে যায়। ওই সময় ২-৩ ঘণ্টা ফেরি ও যানবাহন লোড-আনলোড নোকোনটিই করা সম্ভব হয় না।
এ দিকে গত সপ্তাহে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে হাইলেভেল ফেরিঘাটের গ্যাংওয়ে ভেঙে গেছে।
তাও মেরামত করতে আসেনি বিআইডব্লিউটিএর প্রকৌশল বিভাগ। এমন অভিযোগ করেন, বিআইডব্লিউটিসির ম্যানেজার এমরান হোসেন।
তিনি জানান, হাইলেভেল ঘাটটি তাদের বুঝিয়ে না দেয়ার কারণে ওই ঘাট ব্যবহার করা যাচ্ছে না।
Leave a Reply