রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শামীম আহমেদ ॥ বরিশাল জেলা পুলিশ লাইনের পরিচ্ছন্ন কর্মী মোঃ জাহিদ (২০) এর উপর প্রকাশ্য দিবালোকে নগরীর ৪নং ওয়ার্ডের কিশোর গ্যাং লিডার রোদোয়ানের নেতৃত্বে হৃদয়,মাসুম হাং ও দেবা হামলা চালিয়ে গুরুতর আহত করে।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর আমানতগঞ্জ ইসলামিয়া কলেজের সামনে বসে এ হামলার ঘটনা ঘটে।
আহত জাহিদ জানান বিকালে পুলিশ লাইনের ডিউটি শেষ করে সাইকেল যোগে নিজ বাসা বেলতলা ফেরার পথে উক্ত কিশোর গ্যাং সন্ত্রাসী রেদোয়ানের নেতৃত্বে অপর হামলাকারীরা তার পথ রোধ করে কিছু বলার আগেই হামলা চালিয়ে আহত করে বীবদর্পে চলে যায়।
পরবর্তীতে কয়েকজন গোয়েন্দা পুলিশ সদস্য আহত জাহিদকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। যানা গেছে হামলাকারীরা নগরীর ৪নং ওয়ার্ড নিউ ভাটিখানা হাওলাদার বাড়ির বাসিন্দা।
ইতি পূর্বেও এই হামলাকারীরা জাহিদের ছোট ভাইকেও মারধর করে আহত করেছিল। এব্যাপারে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply