মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
প্রিন্স তালুকদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ শীতার্ত, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বরিশাল জেলা নারী ঐক্য পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল এ্যন্ড কলেজে দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সর্বপ্রথম নারী অধ্যক্ষ হিসাবে নিয়োগ লাভের গৌরব অর্জন করা, চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বরিশাল জেলা নারী ঐক্য পরিষদের নারী ঐক্য পরিষদের সহ সভাপতি তাহমিনা আক্তারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরনকালে বরিশাল জেলা নারী ঐক্য পরিষদের সভাপতি বেগম ফয়জুন্নাহার শেলী, সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড শেখ মোঃ টিপু সুলতানের সহধর্মিনী বেগম জেসমিন নাহার বলেন, নারী ঐক্য পরিষদ সমাজের অবহেলিত, বঞ্চিত নারীদের কর্মসংস্থানের লক্ষে কাজ করে। এছাড়া নারী ঐক্য পরিষদ শুধু নারীদের নিয়েই কাজ করেনা, সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের নিয়ে কাজ করে। এসময়ে বরিশাল জেলা নারী ঐক্য পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক নেহার বেগম নিরু, নির্বাহী সদস্য হাসিনা আরা বেগম, ফেরদৌসি বেগম, বাংলাদেশ ছাত্রমৈত্রী বাবুগঞ্জ উপজেলার আহবায়ক এইচ এম আলী হোসেন, বাংলদেশের ওয়ার্কার্স পার্টির চাঁদপাশা ইউনিয়ন শাখা সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, আওয়ামীলীগ নেতা আবদুল মান্নান ফকির, দুলাল হোসেন আকন, আবদুল ছত্তার তালুকদার, নুরুল ইসলাম হাওলাদার, মামুন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply