রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশাল জেলাপরিষদ ৭ নং ওয়ার্ডের (বাবুগঞ্জ) উপ-নির্বাচনে প্রতিক বরাদ্দের পর থেকেই দৌড়ঝাপ শুরু করেছেন প্রার্থীরা। উপজেলা আ’লীগ সমার্থীত প্রার্থী রিফাত জাহান তাপসী ছাড়াও ৩জন প্রার্থী রয়েছেন মাঠে। তবে জাতীয় পার্টির সমার্থীত ফরচুন সুজ লিঃ কোঃ এর ব্যবস্থাপনা পরিচালক তরুণ প্রার্থী শফিউল আযম শফিক রাজনীতিতে নুতন মুখ হলেও চমক দেখাতে পারে বলে ধারনা করছেন রাজনীতিবিদরা।
মঙ্গলবার প্রতিক বরাদ্দের পর শফিউল আজম ও তার সমার্থকরা (টিউবয়েল) প্রতিক নিয়ে নির্বাচণী মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলার ৬ টি ইউনিয়নের হাট-বাজার, অলি-গলিতে পোষ্টার টানিয়ে আলোরণ সৃষ্টি করেছেন তার সমার্থকরা। পর্যায়ক্রমে দিনরাত প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যদের কাছে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন প্রার্থী কর্মী সমার্থকরা।
শফিউল আজম বলেন, প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছি। আমি এই পদে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে মনোযোগ দেব।রহমতপুর ইউনিয়নের জাপা সভাপতি জেলাণী সাজোয়াল বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী সফিউল আজমকে জয়ী করতে কাজ করে যাচ্ছি।
Leave a Reply