বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের মুক্তাগাছায় জেএমবির ৫ জন সক্রিয় সদস্যকে গ্রাপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। রোববার বিকালে র্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল ইফতেখার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুক্তাগাছা উপজেলার নটাকরি গ্রামের মো. আসাদ আলী (৪৫), মো. মিস্টার (৪৮), মুক্তাগাছার বিন্নাকুড়ি গ্রামের মো. রাশেদ (৩২), মো. বাছেদ আলী (২৬) এবং মুক্তাগাছার পশ্চিম চন্ডীমন্ডল গ্রামের মোখলেছুর রহমান।
ইফতেখার উদ্দিন বলেন, শনিবার জেএমবির সদস্যরা নাশকতার পরিকল্পনা করছিলো। সংবাদ পেয়ে উপজেলার কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply