রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরির লাশ আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দেশে এসে পৌঁছাবে। তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার (২৪ এপ্রিল) বেলা ১টা ১০ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জায়ানের মরদেহ আসবে। বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
প্রসঙ্গত, রবিবার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জায়ান চৌধুরী নিহত হন। আট বছর বয়সী জায়ান রাজধানীর সানবিম স্কুলের ছাত্র ছিল। শ্রীলঙ্কার একটি হোটেলে অবস্থানের সময় এ ঘটনা ঘটে।
এদিকে, শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের জামাই মশিউল হক চৌধুরীর অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
Leave a Reply