শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
জেলার বাকেরগঞ্জে উপজেলা জামায়াতের আমির মাহামুদুল হাসানসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে শনিবার বেলা ১২ টার দিকে জামায়াতের আমিরসহ বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি সাজ্জাদুল করিম ও যুবদল নেতা আবুল কালাম বাবুলকে গ্রেফতার করা হয়। বাকি ১১জনকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপন, কোতোয়ালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুর রহিম, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান রাহাত, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা হিমেল তালুকদার, রিয়াজ হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা বিএইচ রিমন, শাহরিয়ার ইসলাম তুষার, নুরুল ইসলাম সহ ১১ জন।
কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানাসহ বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
Leave a Reply