মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাত আড়াইটা, পাশের ঘর থেকে জানালা দিয়ে আদুরী নামে এক নারী ভালো করে তাকাতেই মমতাজের হাত-পা বাঁধা গলাকাটা লাশ দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে খবর পৌঁছে দেয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সোমবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার মাসাব এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে উপজেলার মাসাবো এলাকা থেকে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় মমতাজের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
নিহত মমতাজ বেগম মুন্সীগঞ্জের লৌহজং থানার গাওদিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে। তার স্বামীর নাম রঞ্জু। তিনি জামালপুরের মেলান্দহ থানার শরীফের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, মমতাজ বেগম স্বামী রঞ্জুর সঙ্গে তারাব পৌরসভার মাসাব এলাকার মজিবুরের ভাড়া বাড়িতে কয়েক মাস ধরে বসবাস করে আসছিলেন। মমতাজ স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার স্বামী রিকশাচালক। সোমবার রাত আড়াইটার দিকে পাশের ঘরের আদুরী নামে এক নারী ঘরের জানালা দিয়ে মমতাজের হাত-পা বাঁধা গলাকাটা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়।
ওসি আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রঞ্জুকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড সেটি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply