বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতা আত্মত্যাগ করেছিলেন, কারো কাছে মাথানত করেননি। শুক্রবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে প্রকাশিত গ্রন্থের প্রথম খণ্ডের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এর আগে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পাদনায় রচিত বইটির ১ম খন্ডের মোড়ক উন্মোচন করা হয়। ১৯৪৮ সাল থেকে শুরু করে ১৯৭১ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিয়মিত কার্যক্রম পাকিস্তান গোয়েন্দা সংস্থা-পিআইবি প্রতিদিন পাকিস্তান সরকারকে অবহিত করতো। সেই সব প্রতিবেদন স্পেশাল ব্রাঞ্চ এর নথিতে সংরক্ষিত ছিল। পরে ১৯৯৬ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই সব প্রতিবেদন সংকলন শুরু হয়।
প্রায় ৪০ হাজার পৃষ্ঠার সেই সব প্রতিবেদন পাঠযোগ্য করে ১০ হাজার পৃষ্ঠায় ১৪টি খন্ডে প্রকাশ করার পরিকল্পনা নেয়া হয়। এরই ধারাবাহিকতায় সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্যা নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিরোনামে গ্রন্থের প্রথম খণ্ডের প্রকাশ হয় আজ।
Leave a Reply