মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরের খড়ি-মান্দারতলা গ্রামে ছেলে বউয়ের ধাক্কায় মারা গেছেন আব্দুল আজিজ (৭৫) নামের এক বৃদ্ধ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত মজি মোল্লার ছেলে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, পারিবারিক ভাবে আব্দুল আজিজের সাথে ছেলের বউ আখি বেগমের প্রায়শই ঝগড়া-বিবাদ হত। এরই জের ধরে রোববার রাতে কথা-কাটাকাটির এক পর্যায়ে আখি বেগম তার শ্বশুর আব্দুল আজিজকে সজোরে ধাক্কা দেয়। এবং মাটিতে পড়ে যায়। এতে কিছুক্ষণ পরেই সে মারা যায়।
সোমবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি বলে তিনি জানান।
Leave a Reply