শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর বেলস পার্কে প্রবেশকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে দুই টিভি সাংবাদিককে তিন দফায় মারধর করেছে ছাত্রদল নেতারা। শুক্রবার বিকেলে নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রীন সিটি পার্কের প্রবেশপথে এ ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসান এবং চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পু। এর মধ্যে পাপ্পুর মাথায় গভীর আঘাত লাগায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক সুমন হাসান জানান, তিনি পরিবার নিয়ে বেলস পার্ক এলাকার মহিলা ক্লাবে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে তার কন্যা ক্লাবসংলগ্ন গ্রীন সিটি পার্কে প্রবেশ করতে চাইলে বাধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। তিনি দাবি করেন, তার সন্তানরা পার্কে খেলছে, তাই অন্য কাউকে প্রবেশ করতে দেবেন না। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বেল্লালের সহযোগীরা মব গঠন করে সুমনকে ঘিরে ফেলে। পরিস্থিতি দেখে চিৎকার শুরু করলে সেখানে ছুটে আসেন চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন পাপ্পু। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও ছাত্রদল নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দুইজনকেই এলোপাথাড়ি মারধর করে। এতে পাপ্পু মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে সাংবাদিকরা আশ্রয়ের জন্য মহিলা ক্লাবে গিয়ে সহকর্মীদের খবর দেন। কিন্তু কিছুক্ষণ পর নগর ছাত্রদলের সহ-সভাপতি সোহেল, সাকিব ও রাহাতসহ আরও কয়েকজন ঘটনাস্থলে গিয়ে ফের হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা বেল্লাল গাজী বলেন,“পার্কে কাউকে প্রবেশ করতে না দেওয়ার জন্য নিরাপত্তাকর্মীকে কথা দিয়েছিলাম। তাই বাধা দিয়েছি। এ সময় ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গিয়ে একজনের মাথা ফেটে গেছে।
অন্যদিকে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. সাকিবুল হক রাসেল জানান, “আমি বর্তমানে বরিশালের বাইরে আছি। হামলার বিষয়ে কিছু জানি না। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর বরিশালের স্থানীয় সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
Leave a Reply