মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে ঢাবি ছাত্রীর করা ধর্ষণের মামলায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রোববার রাতে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন তিনি। ওই দুই আসামি হলেন নাজমুল হুদা ও সাইফুল হোসেন।
ছাত্র অধিকার পরিষদের অভিযোগ, রোববার দুপুর ২টার দিকে মগবাজার থেকে ডিবি পরিচয়ে নাজমুল হুদাকে তুলে নিয়ে যাওয়া হয়। চানখারপুল থেকে তুলে নেয়া হয় সাইফুল ইসলামকে। তিনি ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক।
এছাড়া কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংগঠনের আহ্বায়ক রাশেদ খাঁন।
এ বিষয়ে নুরুল হক নুর বলেন, নাজমুল হুদা মগবাজারে একটি চাকরির ইন্টারভিউ দেয়ার সময় ডিবি পরিচয়ে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
একই সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেনের খোঁজ নেই বলেও জানান নুর।
নাজমুল হুদাকে তুলে নিয়ে যাওয়া বিষয়ে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, এ বিষয়ে আমার জানা নেই। এই নামে কেউ আটক নেই।
ডিএমপির উপ-পুলিশ (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, মামলার আসামি আটক বা গ্রেপ্তার বিষয়টি তদন্ত কর্মকর্তার এখতিয়ারে থাকে। তবে ঢাবি ছাত্রীর ধর্ষণের মামলায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, রাজধানীর লালবাগ থানায় করা ঢাবি ছাত্রীকে ধর্ষণ মামলায় সাইফুল ইসলাম চার নাম্বার আসামি ও নাজমুল হুদাকে পাঁচ নাম্বার আসামি করা হয়েছে। একই মামলার আসামি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
Leave a Reply