রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার ওই ছাত্রীর নানা আইয়ুব আলী বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলাটি করেন। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।
এর আগে, নন্দীগ্রাম সদর ইউপির হাটলাল গ্রামের আহসান আলী ফোরকানিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতিদিন সকালে হাটলাল গ্রামের আহসান আলী ফোরকানিয়া মাদরাসার হাফেজ আবুল কালামের কাছে ওই ছাত্রী আরবি পড়তে যায়। প্রায়ই তাকে কুপ্রস্তাব দেয়াসহ তার সঙ্গে অশোভন আচরণ করেন হাফেজ। বাড়িতে গিয়ে ওই ছাত্রী তার নানিকে ঘটনাটি খুলে বলে। পরে নানা আইয়ুব আলী বাদী হয়ে থানায় মামলা করেন।
নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, যৌন হয়রানির ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply