রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় শিক্ষক সোহেল রানাকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে খাগড়াছড়ির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের আদালতে ওই শিক্ষককে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।
পুলিশ জানায়, দশম শ্রেণির ছাত্রীকে গত ২৫ ফেব্রুয়ারি বিদ্যালয়ের অফিস কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক সোহেল রানা। এ ঘটনায় ছাত্রীর বাবা গত ২ মার্চ খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করলে গত বুধবার রাতে ঢাকার আগারগাওঁ এলাকা থেকে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানান, তথ্য প্রযুক্তির সাহায্যে ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষে দ্রুত এ মামলার প্রতিবেদন জমা দেওয়া হবে।
Leave a Reply