শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা সম্পাদক বনী আমীনের বিরুদ্ধে বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেনীর এক ছাত্রীকে অপহরনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় তাকে সাময়িক বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।
অপরদিকে অপহরনের ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ। মামলা সূত্রে জানাযায়, ভিকটিমের ছোট বোনের সাথে মামলার আসামী জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা সম্পাদক বনী আমীনের ছোট মেয়ে একত্রে পড়াশুনা করে। এ কারনে ভিকটিমের ও আসামীর পরিবারের সদস্যদের মাঝে বন্ধুত্ব সম্পর্ক হয়। একপর্যায়ে আসামী বনী আমীন ভিকটিম ওই কলেজ ছাত্রীকে কু-প্রস্তাব দেয়, এতে উভয় পরিবারের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়।
যে ঘটনায় আসামী বনী আমিন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ভিকটিমকে অপহরণের পায়তারা চালায়। ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টার দিকে নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে কলেজে যাওয়ার সময় ভিকটিমকে মাহিন্দ্রা(থ্রি-হুইলার) যোগে জোরপূর্বক অপহরণ করে।
পরবর্তীতে বরিশাল নগরের একটি বাসায় নিয়ে আটকে রাখে। যা আসামী ও তার পরিবারের কাছ থেকে ভিকটিমের পরিবার অবগত হন এবং আসামীর মোবাইল থেকেও ভিকটিম তার পরিবারকে অপহরণ হওয়ার বিষয়টি অবগত করে। পরিবারের সদস্যরা অবগত হওয়ার পরে খোজাখুজি শুরু করে। পরে না পেয়ে থানা পুলিশকে অবগত করলে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে তারা।
এ ঘটনায় ভিকটিমের মা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।বরিশাল বিমান বন্দর থানার এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেনীর এক ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি অপহরন মামলা করেন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বনী আমীনের বিরুদ্ধে।
মামলায় উল্লেখ করা হয় নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি প্রাইভেট গাড়ীতে করে ওই ছাত্রীকে অপহরন করা হয়। এদিকে বিষয়টি অবগত হওয়ার পর অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করলেও বনী আমীন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অপরদিকে অপহরনের পর ধর্ষনের ঘটনা ঘটেছে বলে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ে ওসি বলেন, ঘটনার তদন্ত করে এ ঘটনায় যে ধরনের অপরাধ সামনে বেরিয়ে আসবে তার সবগুলোই আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বুধবার ভিকটিমেরে শারীরীক পরীক্ষাও করানো হবে।
এছাড়া এঘটনায় ছাত্রলীগ থেকে বনী আমীনকে সাময়িক বহিস্কারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন
বরিশাল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক। তিনি আরো জানান, বনী আমীন কোন অপরাধ করলে উপযুক্ত শাস্তি তাকে পেতে হবে। বনী আমীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর একজন কর্মচারী এবং তৃতীয় শ্রেনীর কর্মচারী কল্যান পরিষদের সভাপতি।
তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার বাড়ি বরিশাল নগরীর গনপাড়া এলাকায়। নির্যাতিতার বাড়ি বরিশাল জেলার
উজিরপুর উপজেলায়, তবে পরিবারের সাথে বরিশাল নগরে সে ভাড়া বাসায় বসবাস
করে।
Leave a Reply