বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যশোরের বেনাপোলের ছাত্রলীগ নেতা নাসির হোসেনের বাড়ি থেকে দুটি দামি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে শার্শা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাসির হোসেনের নিজ বাড়ি থেকে ইয়ামাহা এফ জেড ও এস ইয়ামাহা এফ জেড ব্লু ও কালো রঙের এ দুটি মোটরসাইকেল গ্রিল কেটে নিয়ে যায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি জিডি করা হয়েছে।
শার্শা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির হোসেন বলেন, গভীর রাতে যখন বাসার সবাই ঘুমিয়ে ছিল, ঠিক তখনই বাড়ির মেইন দরজায় লাগানো কলাপসিবল গেটের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। সিঁড়ির নিচে থাকা মোটরসাইকেল দুটি নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের মেইন দরজার গেটের তালা ভাঙা এবং মোটরসাইকেল দুটি নেই। পরে বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
বেনাপোল পোর্ট থানার এএসআই আলমগীর হোসেন বলেন, দুটি মোটরসাইকেল চুরি হওয়ার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চোর ও মোটরসাইকেল দুটি উদ্ধার করার কার্যক্রম চালাচ্ছি।
Leave a Reply