বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নীলফামারীর ডোমারে কেতকীবাড়ী ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় হোটেলের পাওনা টাকা চাইতে গেলে হোটেল মালিককে মারধর করেছেন কেতকীবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাবু হাসান ও তার সহযোগীরা। এ ঘটনায় মনোয়ার হোসেন বাদী হয়ে লাবুসহ দুজনের নাম উল্লেখ করে ডোমার থানার একটি অভিযোগ দায়ের করেছেন। আহত মনোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, মনোয়ার হোসেন একজন হোটেল ব্যবসায়ী। তার হোটেলে বিভিন্ন সময় লাবু তার সহযোগীদের নিয়ে চা-নাশতা খেয়ে অন্যান্য মালামাল বাকিতে নিয়ে যান। পরে সেই পাওনা টাকা চাইতে গেলে তিনি বিভিন্নভাবে সময়ক্ষেপণ করেন। গত বুধবার পাওনা টাকা চাইলে মনোয়ারের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল করেন। সেদিন সন্ধ্যায় মনোয়ারকে একা পেয়ে গালাগাল করতে থাকেন লাবুর সহযোগীরা। এ সময় মনোয়ার প্রতিবাদ করলে লাবুসহ তার সহযোগীরা তাকে কিল-ঘুষি দেন। পরে তার সঙ্গে থাকা ২৮ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যান।
এ বিষয়ে কেতকীবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাবু হাসানের সঙ্গে কথা হলে তিনি মনোয়ারকে মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, ‘মনোয়ার আমার দোকানে হামলা করে দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আমি তাকে ধরে এক লাখ টাকা পেয়েছি। মনোয়ারের দোকানের পাওনা সাড়ে সাত হাজার টাকার বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে ছাত্রলীগ ডোমার উপজেলা শাখার সা. সম্পাদক হাফিজুর রহমান মানিক জানান, বিষয়টি অত বড় নয়। মীমাংসার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply