বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে ছাত্রদল নেতা শাহজাদা মোল্লা বরিশাল কোতোয়ালি মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।
শাহজাদা মহানগর ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি। গত ১৮ ফেব্রুয়ারি বিকালে জিলা স্কুল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ চলাকালে সেখানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
এই ঘটনার জেরে ওই দিন রাতে নগরীর কলেজ এভিনিউ এলাকার একটি চায়ের দোকানে অবস্থানকালে শাহাজাদা মোল্লাকে কুপিয়ে জখম করা হয়।
সোমবার রাতে দায়ের করা হত্যাচেষ্টা মামলার আসামিরা হচ্ছেন- মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, জেলার সাধারণ সম্পাদক কামরুল আহসান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. মাহফুজ, জসিম উদ্দিন তালুকদার, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন মৃধা, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের একাংশের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, রাহাত আবদুল্লাহসহ অজ্ঞাত ১০ জন।
রেজাউল করিম রনি বলেন, শাহাজাদাকে কুপিয়ে জখমের ঘটনায় আমরা কেউই জড়িত নই। আমাদের রাজনৈতিকভাবে ঘায়েল করতে এই মামলা দায়ের হয়েছে।
Leave a Reply