রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফেনীর দাগনভূঞায় তৃতীয় শেণিতে পড়ুয়া এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আবদুল করিম হৃদয় (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রাম থেকে অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম নূর নবী।
মামলার বরাতে ওসি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে তৃতীয় শ্রেণির ছাত্র ওই ছাত্র বাড়ির পাশে ক্রিকেট খেলতে যায়। পরে বাড়ি ফেরার পথে হৃদয় ছেলেটিকে দশ টাকা দেওয়ার লোভ দেখিয়ে একই এলাকার আহসান মাস্টারের বাগানের ভেতর নিয়ে গিয়ে তাকে বলাৎকার করে।
এ সময় ছেলেটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে হৃদয় পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের লোকজনকে ঘটনাটি জানালে তারা তাকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে এ ঘটনায় হৃদয়ের বিরুদ্ধে শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।’
ওসি আরও বলেন, ‘ছেলেটির চিকিৎসা চলছে, সুস্থ্ হলে তাকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণ করা হবে।’
Leave a Reply