মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাঙামাটির লংগদুতে ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করেছেন প্রধান শিক্ষক আব্দুর রহিম।
বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আব্দুর রহিম উপজেলার করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর আগে, এ ঘটনায় ৫ অক্টোবর লংগদু থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর মা।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ২৫ সেপ্টেম্বর সকালে নিজেদের ছাগল খুঁজতে করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের দিকে যান একাদশ শ্রেণিতে পড়ুয়া তার মেয়ে। ফেরার পথে মেয়েকে লেবু নিয়ে যাওয়ার কথা বলে বিদ্যালয়ে ডাকেন প্রধান শিক্ষক আব্দুর রহিম। মেয়েটি বিদ্যালয়ের কক্ষে ঢুকতেই দরজা বন্ধ করে ধর্ষণ করেন ওই শিক্ষক। পরে এ ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন আব্দুর রহিম।
লংগদু থানায় মামলার পর ৬ অক্টোবর ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা করায় পুলিশ। এরপর আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন ভুক্তভোগী। রাঙামাটির অ্যাডিশনাল এসপি ছুফিউল্লাহ জানান, আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত শিক্ষক আব্দুর রহিম। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।
Leave a Reply