মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারগাঁওয়ে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে এক দিনমজুরের হাত ভেঙে ফেলা হয়েছে। আহত সমশের আলী উপজেলার রইছপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
এ ঘটনায় গত ১৭ আগস্ট পাণ্ডারগাঁও ইউপি চেয়ারম্যানসহ দু’জনকে আসামি করে সুনামগঞ্জ আদালতে মামলা করেন দিনমজুর সমশের আলী। আদালত মামলাটি আমলে নিয়ে দোয়ারাবাজার থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন।
সমশের আলী বলেন, পার্শ্ববর্তী গ্রাম গাজীনগরের মসজিদের ব্যাটারি চুরি হয় যে দিন (১ আগস্ট), সে দিন আমি ভোলাগঞ্জে কাজে ছিলাম। ঈদের দিন চেয়ারম্যান গ্রামের লোকজন পাঠিয়ে আমাকে মসজিদে আসার জন্য বলেন। আমি আসার পর চেয়ারম্যান নিজেই রশি দিয়ে হাত বেঁধে ফেলেন। পরে তিনি ২০০-২৫০ বার বেত মারেন আমাকে। একপর্যায়ে আমার একটা হাত ভেঙে যায়। এরপর আমাকে চেয়ারম্যানের বাসায় নিয়ে দরজা বন্ধ করে আরেকবার মেরে বাথরুমে বন্দি করে রাখা হয়। আমার অবস্থা খারাপ দেখে পরদিন সকালে ছেড়ে দেওয়া হয়।
গাজীনগর গ্রামের দিনমজুর তফুর আলী বলেন, যেদিন আমাদের গ্রামের মসজিদের ব্যাটারি চুরি হয়েছিল, সেদিন সমশেরসহ আমরা একসঙ্গে কাজে ছিলাম।
পাণ্ডারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, সে আগে থেকেই চুরি করত। সে কারণে তাকে গ্রামের লোকজন ডেকে এনে জিজ্ঞেস করেছিল। গ্রামের লোকজন সমশের আলীকে মারধর করতে চাইছিল, আমি মারতে দিইনি। আমি কয়েকটা চড়থাপ্পড় মেরেছি। রাতে ছেড়ে দিইনি, কারণ পরিবারের লোকজন যদি গুমের মামলা করে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, যদি সে চুরি করেই থাকে, তাহলেও তাকে এভাবে মারতে পারেন না চেয়ারম্যান। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply