শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চিকিৎসকের অভাবে হাসপাতালের বাইরে ভ্যানের উপরেই সন্তান প্রসব করলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ মে) সাতক্ষীরা সদর হাসপাতালের বাইরে।
জানা যায়, ঘটনার সময় অনেকেই দাঁড়িয়ে ঘটনাটি দেখলেও বিষয়টি নিয়ে কেউ কোনও কথা বলেননি। চিকিৎসকদের না পেয়ে সঙ্গে থাকা লোকজন ভ্যানের উপরেই কাপড় ঘিরে সন্তান প্রসব করান ওই গৃহবধূর।হাসপাতালের বাইরেই সন্তান প্রসব হওয়ার পর ওই পরিবার মনোকষ্ট নিয়ে বাড়িতে ফিরে যান মা ও নবজাতককে নিয়ে।
সদর উপজেলার মাছখোলা ঝুটিতলা ঋষিপাড়া এলাকার বাসিন্দা ওই গৃহবধূ।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. অসীম সরকারের সাথে গত দুইদিন তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করলেও তিনি ফোন না ধরায় ওই ডাক্তারের সাথে কথা বলা সম্ভব হয়নি।
যে হাসপাতালে ঘটেছে ঘটনাটি সেই সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহাঙ্গীরের কাছে আলোচিত এই বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনা আমার নলেজে নেই। আপনি জরুরি বিভাগে যোগাযোগ করেন।
সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েতের সাথে কথা বললে তিনি ঘটনা ইতিমধ্যেই জানতে পেরেছেন বলে জানান এবং ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে সাংবাদিকদের অবহিত করেন।
Leave a Reply