শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে আরও এক চিকিৎসক ও একজন মেডিকেল কলেজ ছাত্র প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দু’জনেই শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে আক্রান্ত চিকিৎসক আগৈলঝাড়া উপজেলা কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন এবং তার চিকিৎসক স্ত্রীও এর আগে করোনায় আক্রান্ত হয়। এছাড়া শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক ছাত্র করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত দুইদিন পূর্বে কুমিল্লা থেকে বরিশালে এসেছেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন শুক্রবার (১৭ এপ্রিল) রাতে জানান, শুক্রবার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীদের মধ্যে ১৬ জনের নমুনা পরীক্ষার করার পর ৩ জনের করোনা পজিটিভ এসেছে এবং এ ইউনিটে ভর্তি থাকা ২৩ রোগীর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ। তিনি আরও জানান, সব মিলিয়ে জেলায় মোট ১৭ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন চিকিৎসক ও দুইজন নার্স রয়েছেন।
Leave a Reply