শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কক্সবাজারে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৬০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ইয়াবাগুলো চালের বস্তায় অত্যন্ত সুকৌশলে লুকানো ছিল। রোববার বিকেলে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
অভিযান প্রসঙ্গে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, আজ পালংখালী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে থাইংখালী বাজার দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি চৌকষ আভিযানিক টহল দল উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপি’র থাইংখালী বাজার নামক স্থানে ওত পেতে থাকে। তিনি আরো জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২, ব্লক-বিতে চালের বস্তা মাথায় করে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের সময় সন্দেহভাজনকে চ্যালেঞ্জ করা হয়।
এরপর ওই বস্তা তল্লাশি করে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ৬ কাটে (প্রতি কাটে ১০ হাজার পিস) মোট ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় মো. ওবায়দুর রহমান (২৭) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
Leave a Reply