বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:নেত্রকোনা সদর উপজেলার বাশাটী গ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির খালুকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় খালু সাহেব আলী (৩২) ৪ বছরের শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
ভিকটিমের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বাশাটী গ্রামের ইজ্জত আলীর ছেলে সাহেব আলী মঙ্গলবার সন্ধ্যার শিশুটির ঘরে ঢুকে একা পেয়ে তাকে ধর্ষণ করে। শিশুটির আর্ত-চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এসে সাহেব আলীকে হাতেনাতে ধরে ফেলে। পরিবারের লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
বুধবার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।স্থানীয় লোকজন রাতেই আটক সাহেব আলীকে ধরে পুলিশে সোপর্দ করে।এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান।
Leave a Reply