সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন
ববি প্রতিনিধি॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় ১০ বছরের কাছাকাছি হলেও বিভিন্ন চাকরির আবেদন ফর্মে শিক্ষার্থীরা খুঁজে পাচ্ছেন না নিজ বিশ্ববিদ্যালয়ের নাম। ফলে ভোগান্তিতে পড়ছেন চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পরেও চাকরির আবেদন ফর্মে বিশ্ববিদ্যালয়ের নাম না পাওয়ায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। সাধারণত চাকরির আবেদন ফর্মে বিশ্ববিদ্যালয়ের নাম থাকে এবং শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি চিহ্নিত করে আবেদন ফর্ম পূরণ করেন। এ কারণে চাকরির আবেদন ফর্মে বিশ্ববিদ্যালয়ের নাম থাকাটা চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সদ্য সাবেক শিক্ষার্থী এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘দেশের অনেক নতুন নতুন বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও অনেক চাকরির আবেদন ফর্মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম পাওয়া যায় না, এটা আমাদের হতাশ করে। অনেক সময়ই আমাদের আদার্স অপশন বেছে নিতে হয়। এ ছাড়াও চাকরির ভাইভাতে সেশন জটের বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলে। আমাদের অনেকের পাস করার সাল ২০১৬ হলেও ২০১৭/১৮ সালে বের হয়েছি কিন্তু কাগজে তো ২০১৫-ই লেখা থাকে। সে ক্ষেত্রে ভাইভা বোর্ড বলে থাকে এত দিনেও কেন কোনো চাকরি হয়নি’।
সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আলীম সালেহী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রত্যাশী অনেক শিক্ষার্থীই এ সমস্যার সম্মুখীন হয়েছে। এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি’।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন মুঠোফোনে বলেন, ‘এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইসিটির পরিচালককে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছি। সমস্যাটা সমাধান করার জন্য তারা উদ্যোগ নেবে’।
Leave a Reply