রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ এলাকায় ২০১৮ সালের ২৭ মার্চ কোতোয়ালী মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হইয়েছিলো মামলার আস্মীরা নলছিটি উপজেলার বিভিন্ন এলাকার চিনহিত চাঁদাবাজ একাধিক মামলার আসামীও বটে। চাঁদার দাবিতে বাদীকে সাক্ষীদের সামনে প্রকাশ্যে মাড়োঢোড় কোড়ে আসামিরা।
আটক হওয়ার পরে বরিশাল কতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছিলেন মোঃ ইব্রাহিম মানিক হাওলাদার নামের এক ব্যাক্তি। ঐ মামলায় চার নং আসামী কামাল হোসেনকে ২০ জুলাই ২০১৮ তারিখে গ্রেফতার করে ৩ নং আসামী মোমনিরুজ্জামান মনির একই বছরে ৬ সেপ্টেম্বর গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার বিবরণীতে জানায়ায়,বাদী মোঃ ইব্রাহিম মানিক হাওলাদার ও আসামীরা একই এলাকার বাসিন্দা। আসামিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বরিশাল নগরীর গাউছিয়া সড়কের কারিকর বিড়ি ব্রাঞ্চ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
মামলার আসামিরা পুনরায় ঐ এলাকায় এসে চাঁদা দাবী করলে বাদী দিতে অস্বীকৃতি করলে আসামীগনরা তাকে মারধর করে। চলতি বছরের ৩০ এপ্রিল মামলায় অভিযোগ পত্র দাখিল করে কতোয়ালী মডেল থানার চৌকস উপ-পুলিশ পরিদর্শক (এস আই শামিম হোসেন) আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগ পত্র দাখিলের পরে মামলার বিচারক ঐ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সূত্রে জানা গেছে , মামলার ১নং আসামি মোঃ আনোয়ার হোসেন নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। উল্ল্যখ্য, আসামি ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঐ এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানায়। কেউ কেউ ভয়ে তার নির্যাতনের ঘটনার কথা বলতে সাহস পায়না। ইউপি সদস্য আনোয়ারের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভুগি পরিবার গুলো।
Leave a Reply