শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
চরমোনাই প্রতিনিধি॥ বরিশালের চরমোনাই মাহফিল থেকে সুলতান মোল্লা ওরফে সুরত আলী নামের ৭৭ বছরের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। তিনি গত ২৫ ফেব্রুয়ারি চরমোনাই মাহফিলে ৪নং মাঠের ১৫২১নং খুটি প্রান্ত থেকে নিখোঁজ হন।
সুলতান মোল্লা ওরফে সুরত আলী নড়াইল জেলার সদর উপজেলার সিংগাশোলপুরের সিংগা গ্রামের মৃত সাদেক মোল্লার ছেলে। সুলতান মোল্লার উচ্চতা ৫ফুট ২ইঞ্চি, মুখম-ল মাঝারি লম্বা, গায়ের রং কালো, চুল ও দাড়ি সাদা, পরনে ছিলো লুঙ্গি ও গোলহাতার গেঞ্জি।
এ ব্যাপারে তার ছেলে মোঃ সোহেল মোল্লা ২৭ ফেব্রয়ারি বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ সুলতান মোল্লা ওরফে সুরত আলীর সন্ধান পেলে বরিশাল কোতোয়ালি মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার ছেলে সোহেল মোল্লা।
Leave a Reply