সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল সদর উপজেলা চরবাড়িয়া ইনা ব্রিকসের পাশের একটি ঘরে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা সহ রাসেলের স্ত্রী ও তার সহচর শাওনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। রবিবার বিকেল ৩ টার দিকে রাসেলের স্ত্রী শিরিন ও শাওনকে আটক করা হয়। কাউনিয়া থানা পুলিশের মো: এ এস আই মাহাবুব জানায়, আটক হওয়া
শিরিনের স্বামী বেশ কিছু বছর ধরে ইয়াবা ব্যবসা করছে।গোপন খবরের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল চরবাড়িয়া ইনা ব্রিকস পাশে ইয়াবা রাসেলের ঘরে অভিযান চালিয়ে ইয়াবা রাসেলের স্ত্রী ও শাওনকে
আটক করে। স্বীকাররোক্তি অনুযায়ী তাদের বসতঘরের রান্না ঘরের মাটির চুলার পার্শ্বে রক্ষিত ২ শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, দীর্ঘ দিন যাবত দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে বরিশাল চরবাড়িয়া সহ
নগরী ও আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে।
আটক শিরিন ও শাওনের বিরুদ্ধে বরিশাল কাউনিয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলেও জানান কাউনিয়া থানায় পুলিশ।
Leave a Reply