বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালে স্পিডবোটের তীব্রতায় নদী ভাঙন ও নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কীর্তনখোলা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের শেষে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে স্মারকলিপি প্রদান করে চরবাড়িয়া ইউনিয়নবাসী। জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক নুর আলম খান বাপ্পির সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাতাব হোসেন শুরুজ, সাবেক উপসচিব আব্দুস সবুর, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব ইসলাম দুলাল, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ।
Leave a Reply