মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সদর উপজেলা চরকাউয়ায় জমি বিরোধের জের ধরে ষাটোর্ধ বৃদ্ধসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করেছে ভূমিদস্যু সন্ত্রাসী শাহিন ও তার সহযোগীরা। গত সোমবার সন্ধ্যা ৭টায় দিনারের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই এলাকার মৃত নাজেম মুন্সীর ছেলে জয়নাল মুন্সী ও জয়নালের ছেলে তসির মুন্সী এবং সাইদুল মুন্সী। বর্তমানে তারা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শাহিন হামলা করেই ক্ষান্ত হয়নি।
হামলার পর জয়নালসহ আহতদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে শাহিন। একদিকে হামলা ও অপরদিকে মামলার ভয়ে বর্তমানে জয়নালের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন পাড় করছেন। আহত জয়নাল মুন্সী জানান, জয়নালের ক্রয় করা জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত ইনসান আলীর ছেলে হাকিম ও তার পরিবারের সাথে বিরোধ চলে আসছে। হাকিম ও তার পরিবারের লোকজন জোরপূর্বকভাবে জয়নালের জমি দখল করা চেষ্টা চালিয়ে আসছে।
এছাড়া ওই জমি দখল করতে তারা জয়নালকে বিভিন্ন সময় খুন জখমের হুমকি দেয়। শুধু তাই নয় জমি দখল নিতে হাকিম জমির ভূয়া কাগজপত্র তৈরি করে জয়নালকে উচ্ছেদ করার চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে চরকাউয়া এলাকার ভূমিদস্যুখ্যাত জমির দালাল শাহিন গাজীকে ভাড়া করে। পরে শাহিন গাজী জয়নালের জমি দখল করতে মরিয়া হয়ে ওঠে।
এ নিয়ে ঘটনার দিন গত সোমবার শাহিন ও তার সহযোগী সন্ত্রাসী সত্তার, সানাউল্লাহ, লিটন হাওলাদার, সজীব, হাসিব, ফেরদাউস, হাকিম গাজীসহ ২০/২৫ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে জয়নালের বাড়িতে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে তাকে খুজতে থাকে।
এ সময় জয়নাল প্রতিবাদ করথে শাহিনসহ অন্যান্য সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। জয়নালের ডাকচিৎকারে ছেলে তসির ও সাইদুল এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বন্দর থানায় মামলার অভিযোগ দেয়া হয়েছে বলে স্বজনরা আরো জানান
এদিকে এলাকাবাসীরা জানান, শাহিন গাজী দীর্ঘদিন ধরে এলাকায় জমির দালালি করে আসছে। এক জনের জমি অপরজনকে জমি দখল করিয়ে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়াই তার পেশা। এ জন্য তার রয়েছে সন্ত্রাসী বাহিনী। ওই সন্ত্রাসী বাহিনীকে নিয়ে শাহিন এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে।
Leave a Reply