বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের চরকাউয়ায় গাছ কাটার করাত কলে (ছমিল) দুর্ঘটনায় এ শ্রমিকের মত্যুর ঘটনা ঘটেছে। নিহত রানা হাওলাদ্ (৪০) চরকাউয়া ইউনিয়নের দিনার এলাকার হানিফ হাওলাদারের ছেলে।
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল সদরের কর্নকাঠি ছোট ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ছমিলের মালিক স্থানীয় বাসিন্দা শহিদ আকনের।
বর্তমানে সেটি বরিশাল নগরীর কেডিসির মামুন ভাড়া নিয়ে চালাচ্ছে। মামুন জানায়, কাজ করার সময় স্লিপ কেটে করাতের উপর পরে যায় ওই শ্রমিক। এতে তার গলার অংশ কেটে যায়।
বন্দর থানার ওসি মোস্তফা কামাল হায়দার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply