রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ ২০০৪ সালের ২১ আগষ্ট রাজধানির ঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস বিরোধী জনসভায় বিভীষিকাময় গ্রেনেড হামলায় জরিতদের আইনের আওতায় এনে অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবিতে বাবুগঞ্জে উপজেলা আওয়ামীলীগের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দিনটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আ’লীগের সহ-সভাপতি আব্দুল মন্নান মাষ্টারের সভাপতিত্বে ও যুবলীগ সভাপতি মোস্তফা কামাল চিশতীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, সহ-সভাপতি মতিন রাঢ়ী,
অধ্যক্ষ দেলোয়র হোসেন, মিজানুর রহমান রাজা সিকদার, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক পরিতোষ পাল, সহ-দপ্তর সম্পাদক শিরাজুল ইসলাম পিন্টু, ধর্ম বিষায়ক সম্পাদক মাওঃ কাজী আব্দুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারি, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম,
মুক্তিযোদ্ধা ডেপুটি কমানডার আব্দুল করিম হাওলাদার, মহিলা বিষায়ক সম্পাদক শিবানী রানী, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সেতারা বেগম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, শ্রমিক লীগ সভাপতি তাওহীদ, চাঁদপাশা ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রভাষক ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা,সাবেক ব্যাংক ম্যানেজার মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রহমতপুর ইউনিয়নের সভাপতি জালাল আহম্মেদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মল্লিক,
কেদারপুর ইউনিয়নের সহ-সভাপতি রহিম মাষ্টার,সাধাণ সম্পাদক মাহবুবুল আলম মাসুম মৃধা, জাহাঙ্গীর নগর ইউনিয়ন সভাপতি ইউসুফ খান, সাদারণ সম্পাদক বাদল বিশ্বাস প্রমুখ । এসময় উপস্থিত ছিলো উপজেলা অওয়ামী সদস্য খালেদা ওহাব, আনিচ মোল্লা,হারুন মীর, সহিদুল ইসলাম, রফিকুল ইসলাম,যুবলীগ নেতা রফিকুল ইসলাম, কামাল হোসেন,মনির হোসেন, মিন্টু,শাহীন রানা, বুলবুল,
ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম মুরাদ,এবায়দুল হক জুয়েল, প্রসেনজিৎ দাস অপু, ফারুখ হোসেন, রাজীব হোসেন, রাজু প্রমুখ। সভায় বক্তারা বলেন, “প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগ ধ্বংসের জন্য ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা করেছিল ওই বিএনপি জামায়াত চক্র। বিভীষিকাময় ওই হামলার মষ্টার মাইন্ড তারেক রহমানকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ও সকল পলাতক আসামীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে”।
এর আগে দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন এর নেতৃত্বে একটি প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
Leave a Reply