সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল গৌরনদী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মিল্টন মন্ডলের (৩০) এর বিরুদ্বে কোতায়ালী মডেল থানায় অভিযোগ করেছে সাবেক স্ত্রী দ্বীপান্বিতা হালদার। অভিযোগের ভিত্তিত্বে জানাযায়- হিন্দু ধর্মীয় রীতি নীতি অনুযায়ী নগরীর পশ্চিম বগুড়া রোডস্থ দিপক কুমার হালদারের মেয়ে দ্বীপান্বিতা হালদারের সাথে বরিশাল জেলার উজিরপুর থানার রবীন্দ্রনাথ মন্ডলের পুত্র প্রভাষক মিল্টন মন্ডলের বিয়ে হয়।
পারিবারিক কলহের জের ধরে চলতি বছরের জানুয়ারী মাসে মিল্টন মন্ডলকে (৩০)কে ডিভোর্স দেয় স্ত্রী দীপান্বিতা হালদার (২১)। তবে ডিভোর্স এর পর থেকে মিল্টন মন্ডল নামের একটি ফেইজবুক আইডি থেকে বিভিন্ন সময় দ্বীপান্বিতা হালদারের ছবি দিয়ে পোস্ট দিয়ে অশ্লিল মন্তব্য এবং ম্যাসেন্জারে খারাপ কথা বলে তাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার চেস্টা করছে।বিশ্বস্থ সূত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত জানাযায় – গতকাল আসামী মিল্টন মন্ডলকে আটক করা হয়েছে।
Leave a Reply