মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি:
ঐতিহ্যবাহী গৌরনদী রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারন সভা ২০১৮ ও ২০১৯ সালের কার্যকরী কমিটির নির্বাচন গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও গৌরনদী রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা জহুরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন। সাধারন সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক বিএম বেলাল, বার্ষিক আয় ব্যায়ের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম রনি। বার্ষিক ও আয় ব্যায়ের রিপোর্টের উপর আলোচনা করেন, বিএম বেলাল, এস এম মিজান, মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, রফিকুল ইসলাম রনি, মোঃ মনিরুজ্জামান, রাশেদ আহ্মেদ।
পরে দ্বিতীয় পর্বে গৌরনদী রিপোর্টার্স ইউনিটির নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনার ও গৌরনদী রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা জহুরুল ইসলাম জহির ২০১৯ সালের কার্যকরী কমিটির বিনাপ্রতিদ্বীতায় নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষনা করেন।
নির্বাচিতরা হলেন সভাপতি বি এম বেলাল (দৈনিক সংবাদ সকাল, স্টাফ রিপোর্টার গৌরনদী), সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেন (দৈনিক আলোকিত বরিশাল), সহ-সভাপতি পলাশ তালুকদার (প্রথম সকাল), সহসম্পাদক এস, এম, মিজান (দৈনিক প্রানের বাংলাদেশ), কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম রনি (অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকম/ নতুন দিগন্ত), দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান(এশিয়ান টিভি), প্রচার সম্পাদক রাজীব হোসেন খান(বিপ্লবী বাংলাদেশ), নির্বাহী সদস্য পদাধিকারবলে বিদায়ী সভাপতি মো. খায়রুল ইসলাম (দৈনিক দখিনের মুখ)।
Leave a Reply