বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. হারিছুর রহমান হারিছকে পুণরায় পৌর মেয়র নির্বাচিত করতে প্রচার প্রচারনায় নেমেছেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
রবিবার বিকেলে পৌরসভার উত্তর পালরদী ৪নং ওয়ার্ড এলাকায় ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন ফকিরের সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে নৌকা প্রতীকের প্রার্থী মো. হারিছুর রহমান হারিছকে পুণরায় মেয়র হিসেবে নির্বাচিত করে পৌর এলাকাসহ উপজেলার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আওয়ামী লীগ ফরহাদ তালুকদার, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় মেয়র হারিছুর রহমান সকল বিভেদ ভুলে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দক্ষিন বাংলার উন্নয়নের রুপকার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায় (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর হাতকে শক্তিশালী করে নৌকা প্রতীকে নিজের ভোট প্রার্থণা করেন।
Leave a Reply